Can't found in the image content. মধুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মধুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

মধুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গজারি বিলে নিষিদ্ধ কারেন্ট জালের উপরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে মধুপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। 

গত বৃহস্পতিবার বিকেলে অভিযানে গজারি বিলে ৪০ টি জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও টি কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, আলোকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক হোসেন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, অভিযানে গজারি বিলে ৪০ টি জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। (যাহার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা)। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। সামনের দিনেও এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।