Can't found in the image content. পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পিরোজপুর সেজেছে নতুন সাজে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পিরোজপুর সেজেছে নতুন সাজে

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পিরোজপুর সেজেছে নতুন সাজে
পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পিরোজপুর সেজেছে নতুন সাজে। প্রধান প্রধান সড়কগুলিতে দেখা মিলছে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আজ পিরোজপুর থেকে ৬টি লঞ্চে যাচ্ছে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ।

জেলা প্রশাসন, আ. লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে করা হচ্ছে এসব আয়োজন।

আগামীকাল ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ জন্য পিরোজপুরের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আনন্দের আমেজ। সেইসঙ্গে আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের জানান দিতে মেতেছেন এমন আয়োজনে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার নাজিরপুর-পিরোজপুর-গোপালগঞ্জ সড়ক, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর ও পিরোজপুর-মঠবাড়িয়া-বরগুনা সড়কের পাশের বিভিন্ন গাছ ও বৈদ্যুতিক খুঁটিতে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড লাগানো হয়েছে। এগুলোর অধিকাংশই স্থানীয় এমপি ও দলীয় নেতাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুর শহরের সিও অফিস মোর থেকে সার্কিট হাউস পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে পদ্মা সেতুর ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান, পদ্মা সেতুর ফলে দক্ষিণ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হবে। দেশের টাকায় সেতু করার এমন উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবে দক্ষিণাঞ্চলের মানুষ। আর আমাদের খুশির জানান দিতেই এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড করা হয়েছে।

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেন,  স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশ সফল করতে পিরোজপুর জেলা থেকে মুক্তিযোদ্ধাসহ ১৫ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দেবেন।  ২৪ জুন পিরোজপুরের বিভিন্ন লঞ্চঘাট থেকে ৬টি বিলাসবহুল লঞ্চ বন্দর ত্যাগ করবে। ২৫ জুন সকাল ৮টায় পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশে অংশ নেবেন নেতাকর্মীরা। এ সফরের লঞ্চ ভাড়া এবং ১৫ হাজার নেতাকর্মীর চারবেলা খাবারের ব্যয় বহন করা হবে।