Can't found in the image content. হাওড়ের প্রত্যন্ত অঞ্চলে মাহবুব খানের ত্রাণ-সামগ্রী বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হাওড়ের প্রত্যন্ত অঞ্চলে মাহবুব খানের ত্রাণ-সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

হাওড়ের প্রত্যন্ত অঞ্চলে মাহবুব খানের ত্রাণ-সামগ্রী বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুব খানের নেতৃত্বে 'ইকরা্ ইন্টারন্যশনাল' ইউকে ও 'ফ্রিডমবাংলানিউজ'-এর সহযোগিতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওড় অঞ্চলের প্রত্যন্ত গ্রামের ৫৫০ পরিবারের মধ্যে ১ম দিনে ৩০০ পরিবারকে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার বাখরপুর, লক্ষনখোলা, হিজলাসহ বেশ কয়েকটি গ্রামের বন্যার্তদের মাঝে শুকনা খাবার, যেমন- চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট ও তারসাথে ঔষধ, স্যালাইন মোমবাতি, দিয়াশলাই বিতরণ করা হয়।

এই কার্যক্রমে সরাসরি যুক্ত থেকে কাজ করেন- 'ফ্রিডমবাংলানিউজ'-এর সম্পাদক ফারজানা ববি নাদিরা ও নির্বাহী সম্পাদক খাইরুল ইসলাম। 

এই কার্যক্রমে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুব খানের পিতা মো. আনোয়ার হোসেন খান।

এসময় জেলা ও উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।