Can't found in the image content. গাংনীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

গাংনীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২

গাংনীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৭২ বোতল ফেনসিডিল ও একটি সি এন জি-সহ লিয়াকত আলী (৪৫) নামের একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত লিয়াকত আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রায়টা গ্রামের মৃত জসিম মন্ডলের ছেলে। 

বৃ্হস্পতিবার (২৩ জুন) বিকেল ৪ঃ৫০ মিনিট এর দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জামতলার মোড় থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের  (এসআই) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে, (এসআই) বিশ্বজিৎ সরকার-সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

এসআই অজয় কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল ও একটি সি এন জি জব্দ করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লিয়াকত আলীর  বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য আইনে  মামলা দায়ের প্রস্তুতি চলছে।