Can't found in the image content. থালা-বাটির ব্যবসায় নামলেন প্রিয়াঙ্কা চোপড়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

থালা-বাটির ব্যবসায় নামলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২

থালা-বাটির  ব্যবসায় নামলেন প্রিয়াঙ্কা চোপড়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘সোনা হোম’ নামে একটি হোমওয়্যার লাইন চালু করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২২ জুন উদ্বোধন হওয়া এই হোমওয়্যারে পাওয়া যাচ্ছে, থালা-বাটি থেকে শুরু করে ঘরের নানা সামগ্রী।

তবে এই ব্যবসার পেছনেও সূক্ষ্ম একটা কারণ আছে তার। এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া মার্কিনিদের ঘরে পৌঁছে দিতে চান তিনি।

এর আগে নিউ ইয়র্কে চালু করা ‘সোনা’ নামের রেস্তোরাঁতেও রেখেছেন ভারতীয় খাবারের পসরা। যেখানে গ্রাহকরা তাদের পাতে পাবেন ভারতীয় নানা পদ।
 
নতুন ব্যবসা প্রতিষ্ঠান প্রসঙ্গে প্রিয়াঙ্কা  ইনস্টাগ্রামে বলেন, ‘‘লঞ্চ ডে এসে গেছে! আপনাদের সবার সঙ্গে ‘সোনা হোম’র সঙ্গে পরিচয় করাতে পেরে আমি গর্বিত।’’ 

পাশাপাশি সোনা হোমের সহ-প্রতিষ্ঠাতা মনিশ গোয়ালের সঙ্গে হোমওয়্যার লাইনের সামান্য ঝলক শেয়ার করেছেন দেশি গার্ল।

উল্লেখ্য, কাজের জন্য এবং গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ের পর বিদেশেই থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। আর সেখানেই একের পর এক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতকে মেলে ধরছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস