Can't found in the image content. ইটের ভাটা থেকে গাঁজার গাছ জব্দ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইটের ভাটা থেকে গাঁজার গাছ জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২

ইটের ভাটা থেকে গাঁজার গাছ জব্দ
কুষ্টিয়ার কুমারখালীতে এস আর বি নামের একটি ইটের ভাটা থেকে প্রায় ১৮ কেজি ওজনের ২টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বুধবার (২২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার সংলগ্ন এস আর বি ভাটা থেকে গাছ জব্দ করা হয়।

ভাটায় ইট তৈরির আড়ালে গাঁজার চাষ হয় কি না বিষয়টি তদন্তাধীন রেখেছেন পুলিশ। তবে ভাটার মালিক বলছেন, তার অজান্তে ভাটায় থাকা মাটির স্তুপে গাঁজার গাছ জন্মেছে। ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় সেদিকে নজর পড়েনি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়বাংলা বাজার সংলগ্ন এস আর বি ইটের ভাটায় মাটির স্তুপে গাঁজার গাছ জন্মেছে। এমন খবর পেয়ে বুধবার সন্ধায় ওই ভাটায় অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ১৮ কেজি ওজনের ২টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। ভাটায় গাঁজার চাষ হয় কি না তা তদন্তাধীন রয়েছে।

স্থানীয়রা বলেন, প্রায় ১৮ কেজি ওজনের ২টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। গাছ দুটি অনেক বড়, না জানার বা না দেখার কি আছে? এতো বড় গাছ চোখে পড়ার দরকার ছিল। তদন্ত করে দেখা উচিৎ, আরও গাছ থাকতে পারে সেখানে৷ হয়তো চাষ করা হচ্ছিল। 

এবিষয়ে ভাটার মালিক আরিফুল ইসলাম বলেন,  অজান্তেই মাটির স্তুপে গাঁজার গাছ জন্মেছিল। ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় ওদিকে খেয়াল করা হয়নি। গাছটি পুলিশ তুলে নিয়ে গেছে।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ইটের ভাটা থেকে গাঁজার গাছ জব্দ করা হয়েছে। সেখানে চাষ হয় কি না তা তদন্তাধীন রয়েছে।