ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মদনে বানের পানিতে ডুবে স্কুল শিক্ষকের মৃত্যু

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

মদনে বানের পানিতে ডুবে স্কুল শিক্ষকের মৃত্যু
নেত্রকোণার মদনে বানের পানিতে ডুবে হাফিজুর রহমান (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

আজ (২১ জুন) মঙ্গলবার সন্ধ্যায় মদন স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। হাফিজুর রহমান পৌর সদরের এমদাদপুর গ্রামের আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে ও উপজেলার বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমান বাড়ির সামনের রাস্তা থেকে নিজ বাড়ি যাওয়ার সময় বানের পানিতে পরে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, হাফিজুর রহমান নামে এক স্কুল শিক্ষক বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এ ব্যাপারে পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।