Can't found in the image content. এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাজমুস সাকিব, কুবি প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্শ্ববর্তী এক বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী একজন মহিলাকে আটক করেছে পুলিশ।গতকাল মধ্যরাতে এই অভিযান চালানো হয়েছে বলে সোমবার (২০জুন) নিশ্চিত করেছেন কোটবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি রিয়াজ আহমেদ৷ 

এর আগে রোববার (১৯ জুন) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারেে পেছনে মাদক সেবনের সময় বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী ও তিন বহিরাগতসহ মোট ৪ জনকে আটক করে কুবি প্রশাসন।
এরপর প্রক্টর অফিসে বহিরাগতদের মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, যারা বহিরাগত তারাও সবাই শিক্ষার্থী। ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তার জবাবের পর আমরা প্রক্টরিয়াল বডি বসে তার ব্যাপারে সিদ্ধান্ত নিব।

ঘটনা পরবর্তী সময়ে আটকৃতদের দেয়া তথ্য মতে গাঁজা সরবরাহকারীকে আটক করে পুলিশ। এ বিষয়ে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি রিয়াজ আহমেদ বলেন, আমরা গতকাল গাঁজাসহ আটককৃতদের দেয়া তথ্য মতে মধ্যরাতে নার্গিস আক্তার নামক এক নারীকে এক কেজি গাঁজাসহ আটক করেছি।

এ ব্যাপারে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, গতকালের ঘটনাটা আমরা সবাই সিরিয়াসলি নিয়েছিলাম। ঐ ঘটনা থেকে বড় প্রাপ্তি ছিলো মাদক সরবরাহকারীদের সোর্স পাওয়া এবং আজ সেটা ধরতে পারা এক ধরণের সফলতা। অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশকে ধন্যবাদ। পাশাপাশি যারা আমাদের এ বিষয়ে অবগত করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষায় সহায়তা করেছেন তাদেরও ধন্যবাদ।