Can't found in the image content. আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় তিন সন্তানের জননীর মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় তিন সন্তানের জননীর মৃত্যু

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় তিন সন্তানের জননীর মৃত্যু
পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলের ধাক্কায় জোসনা রানী (৪৫) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যূর খবর পাওয়া গেছে। 

ঘটনাটি মঙ্গলবার (২১ জুন) বিকেল ৪টার সময় উপজেলার ফকিরগঞ্জ বাজার-তোড়িয়া সড়কের নিতুপাড়া গ্রামে ঘটে।

 উল্লেখ, তোড়িয়া মধ্যকাটালী গ্রামের জনৈক খোরশেদ আলীর পুত্র ইসমাইল হোসেন (৩০)  নামক এক ব্যক্তি তোড়িয়া হতে উপজেলার ফকিরগঞ্জ বাজার অভিমুখে মোটর সাইকেলযোগে দ্রুত গতিতে যাওয়ার সময় নিতুপাড়া গ্রামের তাহেরুল এর বাড়ীর সামনে গেলে নিতুপাড়া গ্রামের জনৈক অতুল চন্দ্র দেব স্ত্রী তিন সন্তানের জননী জোসনা রানী রাস্তা পার হওয়ার প্রাক্কালে মোটর সাইকেলের চাকার সামনে পড়ে। জোসনা রানী মোটর সাইকেলের চাকার ধাক্কায় মাটিতে লুটে পড়েন। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ইসমাইল ছিটকে রাস্তায় পড়ে সামান্য আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মোটর সাইকেল দূর্ঘটনা কবলিত রোগী জোসনা রাণীর মৃত্যূর খবরটি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর নিশ্চিত করেছেন।