Can't found in the image content. ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত শতাধিক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত শতাধিক

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত শতাধিক
ঝালকাঠি শহরে দলবদ্ধ কুকুরের কামড়ে একদিনে পুলিশ, শিশুসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত আহতদের মধ্যে ৪০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, পৌরসভা সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠি এলাকায় কুকুরের কামড়ে আহত হন তারা।

ঝালকাঠি সদর হাসপাতালে রেভিক আইজি ভ্যাকসিন না থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা চলছে ।

ডিউটি পালন করতে যাওয়ার পথে পুলিশ কনষ্টবল আজিজুর রহমান কুকুরের কামরে আহত হয়। এছাড়াও শহরের স্টেশন রোড়ের সৈয়দ আবু শহিদ ও খলিলুর রহমানসহ প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছেন।

কুকুরের কামরে আহত সৈয়দ আবু শহিদ বলেন, 'বাসা থেকে বের হওয়ার পরে পিছন থেকে এসে একটি কুকুর আমাকে কামর দেয়। আমি ঝালকাঠি সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: জহিরুল ইসলাম বলেন, 'কুকুরের কামরে আক্রান্তদের সুস্থ হতে দুইটি ভ্যাকসিন দরকার। এর মধ্যে রেভিক্স ভ্যাকসিন হাসপাতালে থাকলেও রেভিক্স আইজি ভ্যাকসিন নাই। এটা রোগীদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে।

পাগল কুকুরগুলো অপসারনের জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পৌরসভার প্যনেল মেয়র তরুন কুমার কর্মকার।