Can't found in the image content. হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে আহত ১ জনের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে আহত ১ জনের মৃত্যু

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ সামগ্রী নিতে গিয়ে আহত ১ জনের মৃত্যু
তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমান বাহিনীর দেওয়া ত্রান সামগ্রী নিতে গিয়ে আহত ৬ জনের মধ্যে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে গুরুতর আহত বিপ্লব মিয়া ( ৪৫) মৃত্যুবরন করেন। তিনি তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। নিহত বিপ্লব ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

উজান তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে সিলেট নিয়ে যাওয়া হলে বিপ্লব মৃত্যুবরণ করেন।  

উল্লেখ্য, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের উপর থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়।  এ সময় শতাধিক বন্যার্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে উপর থেকে ছুড়ে দেয়া ত্রাণ বন্যার্তরা সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।