Can't found in the image content. তেঁতুলিয়ায় জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, নভেম্বর ২৫, ২০২৪ |

EN

তেঁতুলিয়ায় জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

তেঁতুলিয়ায় জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোগক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে  প্রশিক্ষন শেষে আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় মহিলা সংস্থার পরিচালনায় বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডে ৪০ দিনব্যাপী প্রশিক্ষন শেষে সোমবার বিকেলে  উপজেলা প্রশিক্ষন কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড় জেলা শাখার চেয়ারম্যান মনিরা পারভীনের সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। 

উপজেলা প্রশিক্ষন কর্মকর্তা অমৃত কুমার রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হোসনেয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, বেকার ও সুবিধা বঞ্চিত  নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনিভর্শীলতা অর্জনে উদ্বুদ্ধ ও সহায়তা প্রদানের পাশাপাশি নারী সমাজকে মানবসম্পদে  পরিনত করনের লক্ষ্যে প্রশিক্ষনের মাধ্যমে  দক্ষতা বৃদ্ধি করে আত্মনির্ভরশীল করাই হলো এই প্রকল্পের প্রধান লক্ষ্য। পরে ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।