Can't found in the image content. আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা

নলডাঙ্গা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা
আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।
নাটোরের নলডাঙ্গায় রাতে আগুন লেগে বাড়ি পুড়ে ছাই। রোববার দিবাগত রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মী কোল ভাতুরিয়া পাড়ায় বীরেশ্বর মন্ডলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। গবাদি পশু, কৃষিপণ্য, ঘরের আসবাবপত্র সহ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

সোমবার (২০জুন)বিকালে ঘটনাস্থলে গিয়ে আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে শুকনো খাবার , খাদ্য সামগ্রীও কম্বল পৌছে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানিয়েছেন উপজেলা ইউএনও সুখময় সরকার।

সরকারী ভাবে আর্থিক সহযোগিতা প্রদান করারও আশ্বাস দেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কলিম উদ্দিন কলি, নলডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহিরুল ইসলাম , ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মজিবর রহমান মজি, ইউপি সদস্য হেমায়েত রহমান হিমু ও ইউপি সদস্য মোঃ মহাসিন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।