ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

তাড়াশে অবৈধ ডিস লাইনের টাওয়ার উচ্ছেদ, মামলা দায়ের

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

তাড়াশে অবৈধ ডিস লাইনের টাওয়ার উচ্ছেদ, মামলা দায়ের
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ডিস লাইন চালানোর তার বিহিন এমএমডিএস টাওয়ার উচ্ছেদ  করে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক বাদী হয়ে ইকবাল হোসেন নামের এক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

সোমবার বিকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার বাজারে অবৈধ ডিস লাইনের টাওয়ার উচ্ছেদ অভিযান পরিচালনায় করেন বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ মাহমুদুল হাসান। এ বিষয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াসিন গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে ইকবাল হোসেন (৪০) একই ইউনিয়নের পৌষার বাজারে প্রয়োজনীয় কোন বৈধ অনুমতি না নিয়ে ডিস লাইনের অবৈধ টাওয়ার স্থাপন করে বেতার যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ মাহমুদুল হাসান, সহকারী পরিচালক মো: দিদারুল ইসলাম, উপসহকারী পরিচালক রায়হান কবির ও তাড়াশ থানার এসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালায়। এ সময় অবৈধ ব্যবসায়ী ইকবাল হোসেন পালিয়ে যায়। পরে অবৈধ ডিস লাইনের টাওয়ার উচ্ছেদ করে যন্ত্রপাতি জব্দ করা হয়। 

বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মাদ মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন থেকে অনুমোদন ছাড়াই কেবল লাইনের টাওয়ার বসিয়ে অবৈধ ব্যবসা করে আসছিল। সরকারী অনুমোদন সহ কর ফাঁকি অভিযোগে তার সমস্থ যন্ত্রপাতি জব্দ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।