ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

টেকনাফে ট্রাফিক আইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

টেকনাফে ট্রাফিক আইন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফ উপজেলার নিবন্ধিত সিএনজি ও অটোরিকশা চালকদের ট্রাফিক আইন শীর্ষক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২০শে জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইন-শৃংখলা কমিটির. টেকনাফ উপজেলা পরিষদ কর্তৃৃক আয়োজনে এবং টেকনাফ উপজেলা পরিষদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি).স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী। টেকনাফ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার সাব-ইন্সপেক্টর এসআই হোসাইনআহমদ ও সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী. শামসুদ্দিন। চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন. টেকনাফ মডেল থানার ট্রাফিক ইন্সপেক্টর মোশাররফ হোসেন খান। ৩ দিন ব্যাপী প্রতিদিন ৩০ জন করে ৯০ জন চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে।