ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মদনে বন্যাদুর্গতদের মাঝে এনএসআই'র ত্রাণ বিতরণ

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

মদনে বন্যাদুর্গতদের মাঝে এনএসআই'র ত্রাণ বিতরণ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বন্যা দুর্গত মদন উপজেলার বিভিন্ন গ্রামে পানি বন্ধি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (২০ জুন) মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদের উপস্থিতে দুর্গম হাওরাঞ্চলের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ও গৃহ বন্ধি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের শুকনো খাবার ও ৫ লিটার মিনারেল ওয়াটার। 

এ সময় মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম, পিআইও শওকত জামিল, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম মাসুদ, মদন শিল্পকলার সাধারণ সম্পাদক এম এ সোহাগ, সেচ্চাসেবী টিটু চৌধুরীসহ পুলিশ ও আনসার বিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।