Can't found in the image content. এবার খল চরিত্রে অনন্যা বিশ্বাস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এবার খল চরিত্রে অনন্যা বিশ্বাস

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

এবার খল চরিত্রে অনন্যা বিশ্বাস
কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী অনন্যা বিশ্বাস। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু। এরপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে টাপুরের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছেন। বেশ কয়েক বছর ধরে একাধিক ধারাবাহিকে কাজ করছেন তিনি।

এবার এক নতুন ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে অনন্যাকে। স্টার জলসায় ‘সাঁঝের বাতি’নায়ক রেজওয়ান রাব্বানি শেখের নতুন ধারাবাহিক শুরু হতে যাচ্ছে। গুঞ্জন, তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে বরণ ধারাবাহিকের ‘তিথি’ ওরফে ইন্দ্রাণী পালকে। আর এই নতুন ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন অনন্যা।  

এর আগে ‘বরণ’ ধারাবাহিকে অনন্যা এবং ইন্দ্রানীকে একসঙ্গে দেখেছে দর্শক। ‘কে আপন কে পর’, ‘যমুনা ঢাকি’, ‘বরণ’-এর মতো ধারাবাহিকে এর আগে অভিনয় করেছেন অনন্যা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে ‘তাথৈ’ চরিত্রেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দার বাইরে অনন্যা কিন্তু একদম আলাদা অনেকটাই বোল্ড। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। প্রতিদিনই নিত্য নতুন ছবি ও ভিডিও পোস্ট করেন।