ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি চালানো চারজন ঢাকায় গ্রেপ্তার হয়েছে।

 

তারা হলেন- মামুন মন্ডল (৩৩), আলী (৩২), আহম্মেদ (৩০) মো. সুমন শেখ সোহেল ওরফে আমির হোসেন (২৮)

 

বুধবার রাতে তাদের সাভারের হেমায়েতপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শাহিদুর রহমান জানিয়েছেন।

 

তাদের কাছে অস্ত্র, ওয়াকিটকি এবং প্রাইভেটকারসহ জব্দ করা হয়।

 

একটি মামলার তদন্তে নেমে এই চক্রটির সন্ধান মেলে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা শাহিদুর।

 

গত ২৯ অগাস্ট দুপুরে রামপুরার শহীদ বাকী রোডের ঢাকা ব্যাংক থেকে দুপুরে মোশারফ হোসেন (৬৬) নামে এক ব্যক্তি পাঁচ লাখ টাকা তুলে বাসায় যাওয়ার পথে তাকে একটি প্রাইভেটকা তুলে নেওয়া হয়।

 

পরে তার কাছ থাকা নগদ পাঁচ লাখ টাকা মোবাইল ফোন নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মোশাররফকে।

 

শাহিদুর বলেন, “গোয়েন্দা বিভাগ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রকে বুধবার রাতে সাভারের হেমায়েতপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, ঢাকা মহনগরীর বিভিন্ন স্থান এবং আশপাশের জেলায় দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল তারা।