Can't found in the image content. সাপ দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সাপ দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি

বরগুনা প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ২০, ২০২২

সাপ দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি
গলায় বিশাল আকৃতির একটি সাপ ঝুলিয়ে বরগুনার আমতলী পৌরশহরের প্রতিটি দোকানে গিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি করছে সাপুড়ে পিতা-পুত্র আলাউদ্দিন(৫০) ও সজিব (১৫)। 

আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাপুড়ে পুত্র সজিব গলায় একটি বিশাল আকৃতির দাড়াইস জাতের সাপ ঝুলিয়ে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদাবাজি শুরু করে। ওই চাঁদাবাজিতে তার পিতা সাপুড়ে আলাউদ্দিন সহযোগিতা করেন। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে টাকা নিচ্ছে গলায় সাপ ঝুলানো ওই কিশোর। প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু ২০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। আর কোন দোকানদার টাকা দিতে না চাইলে তার ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেওয়া হয় যাতে সে ভয় পেয়ে চাঁদার টাকা পরিশোধ করেন। পৌর শহরের সড়কে চলাচলরত অটো রিকশা থেকেও সাপের ভয় দেখিয়ে টাকা নিচ্ছে ওই সাপুড়ে বাপবেটা।

পৌর শহরে মুদি দোকানি শ্যামল কর্মকার, রেস্তোরা ব্যবসায়ী ফনি বাবু বলেন, বিশাল আকৃতির একটি সাপ গলায় ঝুলিয়ে দোকানের সামনে এসে এক সাপুড়ে বোনের বিয়ের কথা বলে চাঁদা চায় এক কিশোর ও তার পিতা। টাকা না দিলে দোকানের ক্যাশ টেবিলের উপড় সাপটি ছেড়ে দেয়। ভয়েপেয়ে প্রথমে ১০ টাকা দিয়েছিলাম, সে টাকা ফিরিয়ে দেওয়ায় বাধ্য হয়ে ২০ টাকা করে দিয়েছি।  

অটো রিকশাচালক জাফর মিয়া বলেন, সড়ক দিয়ে যাওয়ার পথে আমার অটো রিকসা থামিয়ে আমার সামনে বড় একটি সাপ ঝুলাতে থাকে। বাধ্যহয়ে আমি ১০ টাকা দিয়েছি। এত বড় সাপ দেখে ভয় পেয়ে অনেকেই তাদের টাকা দিছে। '

গলায় সাপ ঝুলানো কিশোর সজিবের কাছে প্রথমে নাম-পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন। তবে ওই সাপুড়ের সাথে থাকা পিতা আলাউদ্দিন তাদের বাড়ি কুমিল্লায় বলে তারা জানান। তারা পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার হরিদেবপুর থেকে ওই সাপ নিয়ে আমতলীতে এসেছেন। সাপের ভয় দেখিয়ে এভাবে কেন টাকা নিচ্ছেন জানতে চাইলে তারা জানায় এক সাপুড়ে বোনের বিয়ের জন্য তারা সর্দারের হুকুমে চাঁদা তুলছেন। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সাপেড় ভয় দেখিয়ে চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই। সাপ দিয়ে টাকা উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।