ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

তাহিরপুরে বন্যার্তদের পাশে ইউএনও

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ২০, ২০২২

তাহিরপুরে বন্যার্তদের পাশে ইউএনও
 তাহিরপুর উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরন করছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির। 

রবিবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মোয়াজ্জেম পুর উচ্চ বিদ্যালয় ও দ্বিজেন্দ্র কুমার তালুকদার বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা শতাধিক পরিবারের লোকজনের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন ইউএনও। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, হাওর পাড়ে গৃহবন্দী পরিবারকে উদ্ধার তৎপরতা ও বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলছে । উপজেলা প্রশাসনের ০৫ টি টিম উপজেলাব্যাপী কাজ করছে।

ইউএনও আরো বলেন, আশ্রয়, খাবার ও পানিয় জলের অভাবে বানভাসী মানুষেরা বর্তমানে দূর্দশাগ্রস্ত। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান তিনি ।