Can't found in the image content. মধুপুরে কাঁঠালের বাম্পার ফলন,দাম ভালো পাওয়ায় খুশি কৃষক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মধুপুরে কাঁঠালের বাম্পার ফলন,দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: রবিবার, জুন ১৯, ২০২২

মধুপুরে কাঁঠালের বাম্পার ফলন,দাম ভালো পাওয়ায় খুশি কৃষক
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। গ্রীস্ম মৌসুমের একটি জনপ্রিয় ফল। ফল ও ফুলের মাস বসন্ত। প্রকৃতি এ মাসে রূপ সজ্জা ধারণ করে। ফুল ও ফল ভরে উঠে গ্রামের গাছপালায়। তার পরেই এই সময়ে কাঁঠাল পাঁকতে শুরু করেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মধুপুর উপজেলায় গাছে গাছে ধরেছে কাঁঠাল। বাতাসে বইছে জাতীয় ফল পাকা কাঁঠালে মে মৌ গন্ধ। চিকিৎসকরা জানান, কাঁঠালের মুচিতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ ও প্রোটিন রয়েছে। তাইত জাতীয় এ ফলটি এ অঞ্চলে বেশ জনপ্রিয়।

মধুপুরে আনারসের জন্য বিখ্যাত হলেও কাঁঠালের আবাদ কোন অংশে কম নয়। এ অঞ্চলে কাঁঠালের চাহিদা রয়েছে ব্যপক। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কাঁঠাল রপ্তানি করা হয়ে থাকে। বর্তমানে মধুপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ প্রত্যেক এলাকাতেই গাছে গাছে প্রচুর কাঁঠাল ধরছে। এবং কী কিছু কিছু বারোমাসি গাছে আবার কাঁঠালের মুচিও বের হচ্ছে। তবে কাঁঠালের এই মুচি মৌমাছিরা গুঞ্জনে মুখরিত করে রাখে গাছগুলো। কাঁঠালের মুচি সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। কৃষিবিজ্ঞানীরা কাঁঠালকে মাল্টিপারপাস উদ্ভিদ বলে থাকেন। কারণ ফল হিসেবে পাকা অবস্থায়, সবজি/তরকারী হিসেবে কাঁচা অবস্থায় কাঁঠাল খুব সুস্বাদু খাবার। এছাড়া এ ফলটির অবশিষ্ঠাংশ পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়।

উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের বাসিন্দা কাঁঠাল বাগান মালিক রফিকুল ইসলাম জানান, গতবারের চেয়ে এবছর কাঁঠাল বেশী এসেছে গাছে। তবে আবহাওয়া অনূকুলে থাকায় ফলন বেশী হয়েছে। বর্তমানে বাজারে চাহিদা বেশী থাকায় ফলের দাম ভালো পাওয়া যাচ্ছে।

গোলাবাড়ী গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার বলেন, বসন্তের সময়টাতে প্রায় প্রতিদিনই গাছ থেকে কাঁঠালের মুচি সংগ্রহ করে ভর্তা তৈরি করা হয়। কচি কাঁঠালের মুচি কেটে সাথে তেঁতুল দিয়ে ভর্তা করলে অনেক সুস্বাদু হয়।  আর কর্তমানে ছোট কাঁঠাল দিয়ে তরকারী মিলানী রান্নায় বেশ সু-স্বাদু হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকতা ডা. মুহাম্মদ সাইদুর রহমান বলেন, অপুক্ত কাঁঠালে মুচিতে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে। এছাড়া এই ফলের বীজ প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিকর খাবার। গর্ভবতী মায়েদের জন্য এই ফল খুবই উপকারী। এবং কী পাঁকা কাঁঠালের অন্যতম উপযোগীতা হল ভিটামিন সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন “সি” তৈরী হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন “সি”। কাঁঠাল শরীরের জন্য অনেক উপকারী।