Can't found in the image content. বোরখা পরে শরীর দুলিয়ে নেচে জনরোষের মুখে মন্দনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বোরখা পরে শরীর দুলিয়ে নেচে জনরোষের মুখে মন্দনা

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, জুন ১৯, ২০২২

বোরখা পরে শরীর দুলিয়ে নেচে জনরোষের মুখে মন্দনা

ছবি: সংগৃহীত

ভক্তদের অনুরোধ রাখতে দোকানের ভিতরেই নাচছিলেন মন্দনা করিমি। পরনে ছিলো কালো বোরখা। এর ফলে ধর্ম নিয়ে ছেলেখেলার অভিযোগে রোষের মুখে পড়েন এ অভিনেত্রী।

মন্দনা করিমি- জন্মসূত্রে ইরানিয়ান। ধর্ম নিয়ে মশকরা করছেন অভিনেত্রী? মন্দনা করিমির বোরখা পরে নাচ দেখে খেপে উঠলেন একাংশ। 

কঙ্গনা রানাউতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ’-এ প্রতিযোগী থাকাকালীন সাড়া ফেলেছিলেন মন্দনা। বিতর্কিত মন্তব্য করে শিরোনামেও এসেছিলেন। এবার বোরখা পরে নাচতে গিয়ে রোষের মুখে পড়লেন তিনি।

শপিং মলে শপিং করতে গিয়েছিলেন মন্দনা। ভক্তদের অনুরোধে সেখানেই শরীর দুলিয়ে নাচেন। উপভোগ করছিলেন সকলে। এমনকি দোকানের এক কর্মী পা-ও মেলান অভিনেত্রীর সঙ্গে। ‘ভাগ জনি’-র অভিনেত্রীর গায়ে ছিল কালো বোরখা। মুখও ঢাকা ছিল হিজাবে। নাচের দৃশ্য ভিডিয়ো বন্দি হয়ে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়।

জনতার একাংশের কটাক্ষ— ‘‘ইউরোতে আয় করেন বলেই কি যা খুশি তাই করবেন ভেবেছেন?’’ আর এক দলের প্রশ্ন, ‘‘মন্দনা নিজে মুসলিম হয়ে ইসলাম ধর্মকে অপমান করছেন? ছিঃ!’’ কারও আবার মন্তব্য, ‘‘বোরখা ছাড়াও এমন অশ্লীল নাচ নাচতে রুচিতে বাধত!’’

মন্দনাকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ‘থর’ ছবিতে। তাঁর কাজ বা মন্তব্য ঘিরে যতই বিতর্ক থাকুক, অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা কয়েক কোটি।