ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

নওগাঁয় একসঙ্গে ৩ শিশুর জন্ম

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

নওগাঁয় একসঙ্গে ৩ শিশুর জন্ম

নওগাঁর ধামইরহাটে বিলকিস বানু (৩৫) নামের এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে তিনটি সন্তানের জন্ম দেন তিনি।

 

জানা গেছে, সন্তান তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান। তিন সন্তানের শারীরিক অবস্থার পাশাপাশি মা-ও সুস্থ রয়েছেন।

 

বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা নামক গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় এবং উৎসুক দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়।

 

 

এ বিষয়ে নবজাতক শিশুর মা বিলকিস বানু মুঠোফোনে বলেন, গত দুই মাস আগে প্রসব ব্যথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসার পর গতকাল সফলভাবে কোনো অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে পরপর তিনটি বাচ্চা জন্মলাভ করেছে। তিনি সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

এ বিষয়ে প্রতিবেশী আবু হান্নান বলেন, তারা খুব অসহায় ও গরিব পরিবার। গ্রামের সাধারণ মানুষকে নিয়ে আমরা চাঁদা তুলে মায়ের চিকিৎসাসহ ওই শিশুদের পাশে এসে দাঁড়িয়েছি।

 

ওই শিশুর পিতা সয়ফুল বলেন, আল্লাহ আমাকে তিনটি শিশুর পিতা বানিয়েছেন। এটি আমার সৌভাগ্যের বিষয়। আমার বাচ্চা তিনটিসহ আমার পরিবারদের দোয়া করবেন।