ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

নেত্রকোণার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ১৮, ২০২২

নেত্রকোণার রেল যোগাযোগ বিচ্ছিন্ন
নেত্রকোণার মোহনগঞ্জে বন্যার পানিতে রেলব্রিজ ভেঙে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ ও অতীতপুর রেলস্টেশনের মাঝামাঝি ২৩ নম্বর রেলব্রিজ গতকাল শুক্রবার (১৭ জুন) রাতের কোনো একসময় ভেঙে যায়।

বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলব্রিজ ভেঙে নেত্রকোণার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।

রেলওয়ে জিআরপির তথ্যমতে, হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়ে আছে। তবে মেরামত এখনো শুরু হয়নি বলেও জানা যায়।