ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ভয়ঙ্কর এম ১৬ রাইফেল

কক্সবাজার প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ১৭, ২০২২

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ভয়ঙ্কর এম ১৬ রাইফেল
এম১৬ (এম সিক্সটিন) যুক্তরাষ্ট্রে তৈরি একটি অ্যাসল্ট রাইফেল; এটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাশাপাশি বাংলাদেশের সামরিক বাহিনীও ব্যবহার করে।

এই অত্যাধুনিক রাইফেলটি ৪৯২টি বুলেটসহ কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর এটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ৮ এপিবিএন এর অধিনায়ক (এসপি) শিহাব কায়সার খান। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেননি তারা।

এসপি শিহাব কায়সার খান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৭,ক্যাম্প-১৮ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। তখন একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় সন্ত্রাসী। এরপর ব্যাগের ভেতরে এ অত্যাধুনিক অস্ত্র ও বুলেটগুলো পাওয়া যায়।জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, অস্ত্রটি আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী মাস্টার নবী হোসেন গ্রুপের। বড় ধরনের নাশকতার জন্য অত্যাধুনিক অস্ত্রটি ক্যাম্পে আনা হয়েছে। একই ধরনের আরও অস্ত্র ক্যাম্পে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোহিঙ্গাদের একাধিক সূত্র দাবি করেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুটি বড় সশস্ত্র গ্রুপ- কথিত আরসা ও মাস্টার নবী হোসেন গ্রুপের সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এ কারণে সম্প্রতি দুটি গ্রুপই ক্যাম্পে তাদের শক্তি বৃদ্ধি করে চলছে। এতে করে এ দু’টি গ্রুপের মধ্যে যেকোন সময় ভয়াবহ সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্পেের একজন মাঝিসহ অন্তত ৩ জন খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়াও হামলা ও পাল্টা হামলায় গুরুতর আহত হয়েছেন অনেকেই।

তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ক্যাম্পে যেকোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন তারা। অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।