Can't found in the image content. ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারি অভিযোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারি অভিযোগ

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ১৭, ২০২২

ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারি অভিযোগ
খুলনা জেলা ছাত্রলীগ ২০২১ সালের ৯ ডিসেম্বর প্রেসের মাধ্যমে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি দেয়।কমিটি দেওয়ার পর থেকে উপজেলা ও পৌরসভাসহ তৃণমূলের ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠে এবং কমিটি বিলুপ্তির দাবিতে হাজার হাজার ছাত্রলীগ কর্মীরা রাজপথে বিক্ষোভ সমাবেশ করে।

জেলা ছাত্রলীগ তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।পরবর্তীতে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশের একটা নারী কেলেঙ্কারির অডিও কল রেকর্ড এবং সাধারণ আরিফ আহমেদ জয়ের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জেলা ছাত্রলীগ।গত ১৪ ই জুনে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাপ্পারাজ মোড়লের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হলে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে সাংগঠনিক ভাবে প্রেসের মাধ্যমে অব্যহতি দেন।

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে অব্যহতি দেওয়ার পর উপজেলা ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন
এবং সেই সাথে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশের অশ্লীল কল রেকর্ড ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়ের গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় কি সাংগঠনিক ব্যাবস্হা নিবেন সেই অপেক্ষায় আছে পাইকগাছা ছাত্রলীগের তৃনমূলের নেতাকর্মীরা।জেলা ছাত্রলীগের প্রতি পাইকগাছা উপজেলা ও পৌরসভাসহ ছাত্রলীগের তৃণমূলের সকল নেতৃবৃন্দ মাদক ও নারী কেলেঙ্কারি সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে এই কমিটি বিলুপ্তির জন্য জোর দাবি জানিয়েছেন।