ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সুনামগঞ্জে তাহিরপুরে বন্যা টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ১৭, ২০২২

সুনামগঞ্জে তাহিরপুরে বন্যা টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল নিষেধাজ্ঞা
টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলে সকল নদ নদী ও হাওরে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়া হাওরে পর্যটকবাহী নৌযান চলাচল ও আগত পর্যটকদের উপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছেন।

বৃহস্পতিবার বিকালে এ নিষেধাজ্ঞা জারি করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো.রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার সকল নদ নদী, হাওরে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত হওয়ায় আগত পর্যটক ও পর্যটকবাহী সকল নৌযানকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।