ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুন ২৬, ২০২৪ |

EN

ময়মনসিংহের মৎস্য খামার থেকে শিক্ষকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ১৫, ২০২২

ময়মনসিংহের মৎস্য খামার থেকে শিক্ষকের লাশ উদ্ধার
আজ মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মৎস্য খামার থেকে সাখাওয়াত হোসেন (৫০) এক প্রধান  শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সাখাওয়াত ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমান খানের ছেলে।সে রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।ধারণা করা হচ্ছে, সোমবার সকালে তার মৃত্যু হয়।তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।