‘স্থল পথে বাণিজ্য বৃদ্ধি দেশে আনবে সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামেন রেখে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন হিলি স্থলবন্দরের আয়োজনে হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিলি স্থলবন্দরের সুপারেনটেনডেন্ড রাসেল শেখের সভাপত্বি ও পানামা পোর্ট লিং লি. এর জনংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিলি স্থল শুল্কস্টেশনের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম, এ ছাড়াও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল আজিজ, হাকিমপুর প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, হিলি এনটিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে বক্তব্য রাখেন। এরপর উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।