সৌদি আরবের তায়েফ নগরীর সড়কে দুর্ঘটনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাকিবুল হাসান (২২) মিয়া নামে এক প্রবাসী যুবক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুন)সৌদি আরব সময় বেলা দেড়টার দিকে রিয়াদের তায়েফ নগরীর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই রাকিবুলের ছোট ভাই সাকিবুল ইসলাম বলেন, সৌদিপ্রবাসী চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ফোন দিয়ে রাকিবুলের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন। পরিবারের ভাগ্য ফেরাতে ভাই সৌদি আরবে গিয়েছিলেন। এখন ভাইয়ের লাশ ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছি। সেখানে কী হয়েছিল, তাও জানতে পারছি না।
নিহতের বাবা চাঁন মিয়া বলেন, গত ১ জুন রাকিবুল রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে গিয়ে তায়েফে কাজে যোগদান করেন। কিন্তু ১২ দিন যেতেই গাড়ি চাপায় ছেলে মারা গেছে।
রাকিবুলের তিন বছরের এক ছেলেও আছে। চার লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাই। এখন সব হারিয়ে সংসার নিয়ে সাগরে ডোবার মতো অবস্থা হয়েছে আমাদের।
চাঁন মিয়া স্থানীয় সিডস্টোর বাজারে একটি চায়ের দোকান চালান। ছেলেকে সৌদি আরবে পাঠাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে তিন লাখ টাকা ধারদেনা করতে হয়েছে তাঁর। আশা ছিল ছেলের আয়ের টাকা দিয়ে পরিবারের সচ্ছলতা ফেরার পাশাপাশি সব ধারদেনা পরিশোধ করে দেবেন।