ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

কপাল খুলছে না বাংলাদেশ-ভারত বর্ডার হাটের ক্রেতা বিক্রেতাদের

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ১৪, ২০২২

কপাল খুলছে না বাংলাদেশ-ভারত বর্ডার হাটের ক্রেতা বিক্রেতাদের
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় বালিয়ামারী-কালাইয়ের চর বর্ডার হাট পানিতে ডুবে গেছে। টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রাজিবপুরে  আকষ্মিক বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জিঞ্জিরম নদীর পানি অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় নদীর তীরে বাংলাদেশ ও ভারত সীমান্তে অবস্থিত বর্ডার হাট পানিতে থৈ থৈ করছে। 

ভারত-বাংলাদেশ হাটটি ২০১১ সালের ২৩ জুলাই দুই দেশের আন্তর্জাতিক পিলার ১০৭২ নম্বর ও ১৯ নম্বর সাব পিলারের কাছে স্থাপিত হয়। গত ২০১৯ সালের মার্চ  মাসে বর্ডার হাটটি কোভিড মহামারির কারনে বন্ধ হয়ে যায় । দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছর খোলার সম্ভবনা থাকলেও বন্যার কারনে তা খোলার সম্ভাবনা আরো ক্ষীন হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্ডার হাট খোলার বিষয়ে উচ্চ পর্যয়ের একটি বৈঠক এ মাসেই হওয়ার কথা রয়েছে কিন্তু বন্যার কারণে এই বৈঠকও অনিশ্চিত হয়ে পড়েছে। 

দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে বর্ডার হাটের ক্রেতা ও বিক্রেতাগন বেকার ও অলস সময় পার করছে এবং মানবেতর জীবন যাপন করছে। বর্ডার হাটের বিক্রতা আজিজুর রহমান ও মওলা ব্যাপরী বলেন, আমাদের পরিবারের উপার্জনের প্রধান মাধ্যম হচ্ছে বর্ডার হাট কিন্তু দীর্ঘ দিন হাটটি বন্ধ থাকার কারণে জমানো পুজি শেষ, অনেক আর্থিক সংকটময় সময় পার করছি। পরিবারকে নিয়ে কষ্টে আছি, দ্রুত হাটটি খুলে দেওয়ার আবেদন করছি।

বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য ও রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, দীর্ঘ দিন যাবত ভারত বাংলাদেশ হাট বন্ধ থাকার কারনে ব্যাবসায়ী ও দিনমুজুর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যহত হচ্ছে এলাকার উন্নয়ন।