ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নগরকান্দায় সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় হামলা আহত-৪

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ১৪, ২০২২

নগরকান্দায় সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় হামলা আহত-৪
ফরিদপুরের নগরকান্দায় সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্রহীতার বাড়িতে পাওনাদারের হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে।

এ ঘটনায় যারা আহত হয়েছেন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উক্র ঘটনার সময় হামলাকারীরা গ্রহীতার বসত বাড়ীতেও হামলা চালায়। ফলে ঘরের অনেক জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে অভিযোগ গ্রহীতার।

জানাযায়, এক লক্ষ টাকা সুদে নেয় উপজেলার ডাংগী ইউনিয়নের শংকরপাশা গ্রামের বাবু মুন্সীর নিকট থেকে ব্যবসা করার উদ্দেশ্যে একই গ্রামের রুবেল চোকদার (৩৪)। সোমবার সকালে বাবু মুন্সী তার দলবল নিয়ে সুদের টাকা দিতে দেরী হওয়ায় রুবেলের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। 

এ হামলায় কুপিয়ে ও পিটিয়ে আহত করে রুবেল সহ বাড়িতে থাকা তার মা ফাতেমা বেগম, দাদী রেনা বেগম ও ছোট ভাই রাজা চোকদারকে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে রুবেল চোকদার। 

রুবেল চোকদার জানান, বাবু মুন্সীর নিকট থেকে আমি ব্যবসা করার জন্য সুদে এক লক্ষ টাকা নিয়েছিলাম। ইতি মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এখন তারা মিথ্যা কথা বলছে যে তারা নাকি আমার কাছে আরো আড়াই লাখ টাকা পাবে। সেই টাকা দিতে দেরী হওয়ায় লোকজন নিয়ে আমার বাড়ীতে হামলা চালিয়েছে আমাদের মারপিট সহ বাড়ী ঘর ভাংচুর করেছে।

অভিযুক্ত বাবু মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায় ও তার এলাকায় গিয়েও তাকে পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য কিচলু জানায়,আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রুবেলের কাছে তারা টাকা পেতো এ জন্যই তারা রুবেলের ছোটভাই রাজা চোকদারের গাড়ি নিয়ে গেছে।

স্থানীয় চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, সকালে যে ঘটনাটি ঘটেছে তা আমি জানি না, কিন্ত টাকা পাওয়ার ঘটনাটি আমি জানতাম এবং শালিশের মাধ্যমে এটি মিমাংসার চেষ্টা চালাচ্ছিলাম।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, এ ব্যাপারে রুবেল চোকদার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।