ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুন ১৭, ২০২৪ |

EN

সিংড়ায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৩, ২০২১

সিংড়ায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সকাল ১১ টায় সিংড়া পৌর এলাকার কতুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং ১ টায় পুঠিমারী কমিউনিটি ক্লিনিকে এই চিকিৎসা সেবা গ্রহন করে শত শত নারী- পুরুষ। 

উপস্থিত ছিলেন সিনিয়র ভিজিটর লেঃ কর্নেল রেজাউল করিম সিএসপি, মেডিকেল অফিসার মেজর ওয়ালীউর রহমান,  সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ  প্রমুখ।

রেজাউল করিম সিএসপি বলেন, করোনাকালিন সময় অনেকে ঘর থেকে বের হতে পারে না।  এ কারনে সেনাবাহিনী তৃনমুল পর্যায়ে এ কাজ করছে। প্রত্যকটি উপজেলায় আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।