ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মেহেরপুর জেলা পরিষদের সামনে ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, জুন ১২, ২০২২

মেহেরপুর জেলা পরিষদের সামনে ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত
রবিবার সকাল সাড়ে নয়টায় দিকে জেলা পরিষদের প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তিশা সদর উপজেলা বামনপাড়ার আব্দুল মোমিনের মেয়ে।
তিশা মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর  ছাত্রী।

জানা গেছে, নিহত স্কুল ছাত্রী তিশা মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। তিশার বাবা জেলা প্রশাসকের গাড়ির চালক। নিহত তিশা পরিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মটরসাইকেল যোগে। পথিমধ্যে জেলা পরিষদের গেটের কাছে পৌঁছালে সামনে থেকে একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল চালক ও নিহত তিশা রাস্তার উপর পড়ে যায়। এসময় অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলার এসে তিশার উপর তুলে দেয়। এতে তিশা রক্তাক্ত জখম হয়। পরে তিশার মটরসাইকেল চালক তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিশার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে।