স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুরের ফুলবাড়ীতে ১৯ হাজার ৪৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহন করেছেন স্বাস্থ্য বিভাগ।
এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ৯৬৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৭৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯৪টি কেন্দ্রে চলতি বছরের ১৫ থেকে ১৯ জুন এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, আগামী ১৫ থেকে ১৯ জুন শুক্রবার ব্যাতীত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাতটি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে ১৬৮টি অস্থায়ী কেন্দ্রে ও একটি স্থায়ী কেন্দ্রে ১২ হাজার ১১৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং ২ হাজার ৯৭৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৪টি অস্থায়ী কেন্দ্রে ও একটি স্থায়ী কেন্দ্রে ৩হাজার ৭৫০টি লাল রঙের ক্যাপসুল ও ৫শ টি নীল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট ১৯ হাজার ৪৪০ জন শিশুকে বয়স অনুযায়ী লাল ও নীল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ৯৬৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৭৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। মাঠ পর্যায়ে প্রতিটি কেন্দ্রে ২জন করে ১৯৪টি কেন্দ্রে ৩৮৪জন কর্মি,১৪জন স্বাস্থ্য কর্মি,তিন স্তরের ৬৩জন সুপার ভাইজার,১৬জন পরিবার পরিকল্পনা কর্মি নিয়োজিত থাকবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. মো.মশিউর রহমান জানান,স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থেকে ১৯ জুন শুক্রবার ব্যাতীত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওই সময় যদি কোনো শিশু এই ভিটামিন খাওয়া থেকে বাদ পড়ে,তবে তাদের বিশেষ ব্যবস্থায় খাওয়ানো হবে।