আর নয় সড়কে মৃত্যু,শান্তি নিরাপদ হোক পথচারী ও পথচলা এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ,বাইপাস ও নিরাপদ সড়কের দাবীতে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর দুইটায় নিসচা ফুলবাড়ী শাখার সহযোগিতায় ফুলবাড়ীবাসীর ব্যানারে স্থানীয় নিমতলামোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
নিসচা ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী শাখার সভাপতি মো.খাজানুর হায়দার লিমন,সাধারণ সম্পাদক মো.মানিক মন্ডল,সচেতন নাগরিক সমাজ এর সাধারণ সম্পাদক মো.হামিদুল ইসলাম,সড়ক দূর্ঘটনায় নিহত সবুজের বড় বোন রুবাইয়া অনু,শ্রমিক নেতা মো. মনতাজ হোসেন,হবিপ্রবি শিক্ষার্থী ফিয়াজ আহম্মেদ,শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন,শহরের যত্রতত্র রিক্সা ভান সহ অন্যন্য গাড়ী দাড় করানো বন্ধ করতে হবে,সড়কের ঝুকিপুর্ণ জায়গা গুলো চিহিৃত করে গতি নিয়ন্ত্রক দিতে হবে এবং সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা সহ বাইপাস সড়ক নির্মানের দাবী জানান।