বাকেরগঞ্জে দুধালমৌ এলাকার বাসিন্দা আকব্বর গাজীর ছেলে গাজি মাহেদি হাসান (চান গাজি) গতকাল বিকাল ৪ টার সময় বাকেরগঞ্জ থেকে দাদুর হাট আসার পথে একদল সাদা পোশাক ধারি একটি প্রাইভেট কার থেকে নেমে র্যাবের পরিচয় দিয়ে চান গাজিকে আটক করে চান গাজিকে গাড়িতে তুলতে চেস্টা করে।
চান গাজি গাড়িতে উঠতে না চাইলে তাকে এলোপাথাড়ি মারধোর করে জোড় করে গাড়িতে তুলে নিয়া যায় এ সময় তার সাথে ব্যাংক থেকে লোন হিসেবে উঠানো পকেটে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়া যায়। ঘটনার ২ ঘন্টা পর তাকে বরগুনার চান্দুখালি নামক স্থানে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন। পরবর্তীতে পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে সাথে করে নিয়ে এসে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার অবস্থা গুরুতর।