Can't found in the image content. স্ত্রী গৌরির ছাত্র হতে চান শাহরুখ খান! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

স্ত্রী গৌরির ছাত্র হতে চান শাহরুখ খান!

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২

স্ত্রী গৌরির ছাত্র হতে চান শাহরুখ খান!

ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরবন্দি রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর বিশ্রামে থেকেই জানালেন স্ত্রী গৌরি খানের ছাত্র হতে চান তিনি!

ইন্টেরিয়র ডিজাইনিংয়ের উপর মাস্টারক্লাস করাবেন বলে ঘোষণা করেছেন গৌরী।

আর তার এই ক্লাসে যোগ দেবেন বলে আবদার করেছেন স্বামী শাহরুখ!

সম্প্রতি মাস্টারক্লাসের ঘোষণা করে গৌরী সামাজিকমাধ্যমে লেখেন, ‘বাসভবন তৈরি করার জন্য মাস্টার ক্লাস করাবো। টিপস ও ট্রিক্স জানতে আমার মাস্টারক্লাসে সাইনআপ করতে পারেন। ’

ওই পোস্টের নিচে শাহরুখ খান মন্তব্য করেন, ‘এই মাস্টারক্লাসে অংশ নিতে আমিও যুক্ত হবো। যাতে আমার জ্ঞান আরো ভালো হয়। ’ 

সম্প্রতি নির্মাতা করণ জোহরের ৫০তম জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই পার্টিতে সস্ত্রীক হাজির ছিলেন শাহরুখ খানও।  

গত ২৫ মে করণের পার্টিতে অংশ নিতে যশরাজ স্টুডিওতে আরো হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, আমির খান এবং সাইফ আলি খান। সেখানে ছিলেন গৌরি খান, ঋত্বিক রোশান, কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জির মতো তারকারা।  তাদের মধ্যে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন।