Can't found in the image content. শেবাচিমের মালামাল নিয়ে পালানোর সময় দুই নারী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শেবাচিমের মালামাল নিয়ে পালানোর সময় দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২

শেবাচিমের মালামাল নিয়ে পালানোর সময় দুই নারী আটক
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক ওয়ার্ড থেকে মালামাল চুরি করে পালানোর সময় দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আটক করেছেন হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটক দুই নারী হলেন- বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের খ্রিস্টান কলোনির মিঠু বাড়ৈর স্ত্রী হেপি বাড়ৈ (৩৫) এবং একই এলাকার লিয়ন বাড়ৈর স্ত্রী রাইসা বাড়ৈ (৩২)। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন।

বরখাস্ত হওয়া নার্স হচ্ছেন- সীমা বাড়ৈ। তিনি হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের ইনচার্জ।

পরিচালক সাইফুল ইসলাম জানান, দুই নারী হাসপাতালের মালামাল নিয়ে পালানোর সময় নিরাপত্তারক্ষী আনসার সদস্যরা আটক করেছেন। তাদের কাছ থেকে হাসপাতালের ৫টি কম্বল, ৫টি টিস্যু বক্স, ৫ টি এ্যাপ্রোন ও এক বান্ডিল প্লাস্টার কাপড় উদ্ধার করা হয়েছে। আটক নারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- হাসপাতালের নার্স সীমা বাড়ৈ তাদের ওই মালামাল দিয়েছেন। তবে নার্স সীমা বাড়ৈ বিষয়টি অস্বীকার করেছেন। তাই ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নার্স সীমা বাড়ৈকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।