ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

হিলিতে উদ্ধার হওয়া শিশুকে বাবার কাছে হস্তান্তর

হাকিমপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২

হিলিতে উদ্ধার হওয়া শিশুকে বাবার কাছে হস্তান্তর
খুলনা থেকে নিখোঁজের ১১ দিন পর আকাশ অধিকারী নামে ১৬ বছরের এক শিশুকে আজ বুধবার বেলা ১১টায় তার পরিবারের কাছে হস্তান্তর করেছে হাকিমপুর থানা পুলিশ। এর আগে গত ৬ জুন তাকে বাংলাহিলি বাজার থেকে উদ্ধার করা হয়।

শিশু আকাশ অধিকারী জেলার ডুমুরিয়া উপজেলা টিকনা গ্রামের নবিন অধিকারীর ছেলে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের।

হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ খায়রুল বাসার জানান, গত সোমবার ৬ জুন বাংলাহিলি বাজারে একটি মোড় থেকে শিশু আকাশ অধিকারীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে থানায় এসে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় গত ২৭ মে বাড়ি থেকে বেড় হয়ে ট্রেনে চড়ে হিলিতে আসে। এরপর সে বিভিন্ন জায়গায় ঘোড়াফেরা করতে থাকে। থানা পুলিশ তাকে উদ্ধার করার পর নারী-শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার বাড়ি এবং সংশ্লিষ্ট থাকায় যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। আজ বুধবার তার বাবা নবিন অধিকারীর হাতে তাকে হস্তান্তর করা হয়।

আকাশ অধিকারীর বাবা নবিন অধিকারী জানায়, তার ছেলে আকাশ অধিকারী মাঝে-মাঝে কিছুটা মানসিক ভারসাম্যহীনায় ভোগে। এর আগেও সে ভারতে চলে গেলে প্রায় দুই বছর পর ভারতর থেকে তাকে ফেরত দেয়া হয়।