পিরোজপুরে ৭ টি গাঁজার গাছ সহ মো. পলাশ ফকির (২৯) নামের এক গাঁজা চাষীকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (০৮ জুন) সকাল ৭ টার দিকে সদর উপজেলার ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পলাশ ফকির জেলার সদর উপজেলার ডুমুরিয়া গ্রামের ছোবাহান ফকিরের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সকালে গাঁজা চাষী পলাশ ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সে তার বাড়ির পিছনে চাষ করা গাঁজা বাগানের পরিচর্যার কাজে ব্যাস্ত ছিলো। তার বাগানে অভিযান চালিয়ে ৭ টি বড় আকৃতির গাঁজার গাছ পাওয়া যায়। উর্দ্দার কৃত গাজার মুল্য আনুমানিক দুই লক্ষ্য টাকা। তিনি আরো জানান, গ্রেফতারকৃত পলাশ নিয়মিত মাদক ব্যবসায়ী এবং সম্প্রতি সে গাঁজার চাষ শুরু করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ওই আসামীর বিরুদ্বে মাদক সহ ১৩ টি মামলা বিচারাধীন আছে।