ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুন ২৬, ২০২৪ |

EN

ময়মনসিংহে গফরগাঁও পৌরসভায় সড়ক বাতি পরিদর্শনে অতিরিক্ত সচিব

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ৮, ২০২২

ময়মনসিংহে গফরগাঁও পৌরসভায় সড়ক বাতি পরিদর্শনে অতিরিক্ত সচিব
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় সড়ক বাতি স্থাপন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক(অতিরিক্ত সচিব)মোঃ আবদুল আলীম।

মঙ্গলবার সকালে পৌর শহরের ০৯টি ওয়ার্ডে জলবায়ু ট্রাস্টিবোর্ডের অর্থায়নে স্থাপিত সোলার প্যানেল পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান,প্রকল্প পরিচালক ও সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন,পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক,নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী আকন্দ,উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসাইন, কার্য-সহকারী ফরহাদ উদ্দিন  প্রমুখ।

পরিদর্শন শেষে পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরগণ ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।তিনি পৌরসভার সকল কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।