ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাবান্ধা স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি পালন

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ৮, ২০২২

বাংলাবান্ধা স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি পালন
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিএন্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেন্স বিধিমালা ২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারনে প্রণীত বিভিন্ন বির্তকিত আইন বাতিলের দাবীতে পুর্নদিবস কর্মবিরতি পালন করে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

মঙ্গলবার সকালে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরয়োডিং এজেন্ট এসোসিয়েশনের ডাকে একত্ত্বা ঘোষনা করে বালাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সামনে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করেন। এসময় এসোসিয়েশনের আহবায়ক রেজাউল করিম রেজা‘র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মুসা, সাদেকুল ইসলাম, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, হাফিজ উদ্দিন প্রমূখ।

এসময় বক্তারা বলেন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২০ সালে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরয়োডিংয়ের বিরুদ্ধে একটি কালো আইন পাস করেন রাজস্ব বোর্ড। সেই আইন বাতিলের দাবীতে আজ আমারা দেশের সকল স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এই কর্মসূচি গ্রহন করেছি। বক্তারা আরো বলেন, উক্ত আইনে পণ্য আমদানী-রফতানীতে শুধু মাত্র সিএন্ডএফ এজেন্টরাই ক্ষতিগ্রস্থ হয়ে আসছে।