ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০২১

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত অভিযুক্ত হলেন- মোহাম্মদ হোসাইন (৩১)।

 

আজ মঙ্গলবার এটিইউ'র পুলিশ সুপার(মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

 

মোহাম্মদ আসলাম খান বলেন, এটিইউর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব নজরদারির ভিত্তিতে গতকাল সোমবার চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২ টি সিম  কার্ড ও ১ টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

 

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বিভিন্ন ফেসবুক পেজের উগ্রবাদী পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করত। সে নিজেও তার ভুয়া আইডি থেকে বিভিন্ন পোস্ট করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল। সে ‘আনসারুল্লাহ বাংলা টিম এর সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ গ্রহণ ও প্রদানের ব্যাপারে এবিটি সদস্যদের উদ্বুদ্ধ করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচার প্রচারণা চালিয়ে আসছিল।