ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে বিভাগীয় কর্মশালা

মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুন ৭, ২০২২

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে বিভাগীয় কর্মশালা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬জুন) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমূখ।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।