ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২ নেত্রকোণায় ওয়ার্ড কো-অর্ডিনেশন কমিটির সভা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ৬, ২০২২

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২ নেত্রকোণায় ওয়ার্ড কো-অর্ডিনেশন কমিটির সভা
নেত্রকোণায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২ এর আয়োজনে রোববার বিকেলে নেত্রকোণা পৌর শহরের পূর্ব কাটলীস্থ নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এর সম্মেলন কক্ষে ওয়ার্ড কো- অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 নেত্রকোণা পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মান্নান খান আরজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, প্রজেক্ট প্রকল্প ব্যবস্থাপক মো: মফিজ উদ্দিন শেখ, এডমিন এন্ড ফিন্যান্স ম্যানেজার মো: ওয়সিম আকরাম, নেত্রকোণা পৌর সভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, মহিলা কাউন্সিলর শিমুল চৌধুরী বেবী, ফেরদৌসী হক, কাউন্সিলর মো: হেলিম ও শাকিল ঢালী।

সভায় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা,পারভেজ মোশারফ, প্যারামেডিক মো: আল-আমিন, মো: হাবিবুর রহমান,মো: ফারুক হোসেন, প্রশাসনিক সহকারী মেহেদী হাসান নাইম, কাউন্সিলর সিলভিয়া আক্তার, ফিল্ড সুপারভাইজার, প্রিয়াংকা সরকার, সার্ভিস প্রমোটর সহিদুর রহমান, শামীম মিয়া,ফ্যামিলি ওয়েল ফেয়ার এসিস্টেন্ট সাবরিনা ইয়াছমিন, মাসুম মিয়া, জাহানারা আক্তার, রিসিপসনিস্ট নিপা সাহা, ল্যাব টেকনোশিয়ান মো: মামুন অর রশিদ, ষ্টাফ লুৎফুর রহমান ও আফরোজা আক্তার জলি প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, নগর স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে অসহায় দরিদ্র জনগোষ্টির মাঝে আরো বেশী সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং  মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিৎ  এর পাশাপাশি অন্যান্য রোগিদের স্বাস্থ্য সেবায় আনা জরুরী। জনগণকে সচেতন করতে হলে প্রতিটি এলাকায় মাইকিং, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করাও জরুরী বলে মতামত দেন বক্তারা।