Can't found in the image content. বাকেরগঞ্জে রাস্তার উপর সরকারি জমিতে মালিকানা প্রাচীর দেয়াল, দুর্ঘটনার আশঙ্কা! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাকেরগঞ্জে রাস্তার উপর সরকারি জমিতে মালিকানা প্রাচীর দেয়াল, দুর্ঘটনার আশঙ্কা!

বাকেরগঞ্জ প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ৬, ২০২২

বাকেরগঞ্জে রাস্তার উপর সরকারি জমিতে মালিকানা প্রাচীর দেয়াল, দুর্ঘটনার আশঙ্কা!
বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নে সরকারি ভিপি সম্পত্তি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে,নিয়ামতি ইউনিয়নের ৯ ওয়ার্ডে নিয়ামতি বাজার ব্রিজের পূর্ব পাশে নতুন হাট রাস্তার সরকারি ভিপি সম্পত্তি  জবরদখল করে রেখেছে স্থানীয় মৃত মোঃ শাহ আলম মোল্লার পুত্র মোঃ বাদল মোল্লা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে প্রাচীর দেয়াল নির্মাণ করে সরকারি জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এ নিয়ে নিয়ামতি ইউনিয়ন এর সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

এই বিষয়ে নিয়ামতি ইউনিয়নের ৭,৮ ও ৯ ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে স্থানীয় আব্দুস সালাম সিকদারের পুত্র মোঃ ফজলুল হক গত ১৫ ই ফেব্রুয়ারী সহকারি কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ বরাবরে নিয়ম অনুযায়ী বিশ টাকার সরকারি ফি সহকারে নীল কাগজে অভিযোগ দাখিল করেন। তিনি অভিযোগে আর উল্লেখ করেন, উক্ত অবৈধ দেওয়াল নির্মাণের কারনে ২০ হাজার জনগণের চলচলের বাধার সম্মুখীন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালটির এক মাথায় রাস্তার মোড় এবং পাশে নদী থাকায় ভারী কোনো যানবাহন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। তাই জরুরী ভিত্তিতে উক্ত অবৈধ দেয়ালটি অপসারণ করা না হলে এই এলাকার জনগণ যেকোনো সময় রাস্তার মোড়ে ওই প্রাচীর দেয়ালের কারনে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সহকারী কমিশনার (ভূমি) উক্ত অভিযোগের দাখিলের ভিত্তিতে তিনি নিয়ামতি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে সরোজমিনে তদন্তের আদেশ দিলে উত্তর তদন্তকারী কর্মকর্তা বিষয়টি সরেজমিনে তদন্ত করতে গিয়ে উক্ত আবেদনের সত্যতা পেয়ে তিনি গত ৩রা মার্চ ইউঃভুঃঅঃ/নিয়ামতি /১৯/২০২২ স্মারকে সহকারী কমিশনার (ভূমি), বাকেরগঞ্জ বরাবরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দাখিল করা সত্বেও এখন পর্যন্ত উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে আবেদনকারী জানান।

এই বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক এর নিকট জানতে চাইলে তিনি জানান, ইতিমধ্যে আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং এই বিষয়ে আমরা অচিরেই আইনগত ব্যবস্থা নেব।