ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

প্রধান শিক্ষকের উপর হামলা মামলায় কাউন্সিলর কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ৬, ২০২২

প্রধান শিক্ষকের উপর হামলা মামলায় কাউন্সিলর কারাগারে
কুষ্টিয়া লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের উপর হামলাকারী কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা আশা সহ ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত। 

রবিবার (৫জুন) বেলা ১২ টার সময় কুষ্টিয়ার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। 

কারাগারে প্রেরনকৃত আসামীরা হলেন কুষ্টিয়া মোল্লাতেঘড়িয়া এলাকার আফজাল হোসেনের ছেলে কাউন্সিলর সোহেল রানা আশা (৪৫),একই এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে ভ্যাচপা ফারুক (৪৫) ও পলান মন্ডলের ছেলে আনছের আলী (৩৫)। 

এর আগে উক্ত মামলায় কাউন্সিলর সোহেল রানা আশা সহ আসামী ৪ জনকে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য জামিন দিয়েছিলো আদালত। পরে জামিনের মেয়াদ শেষ হলে পুনরায় জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন। মামলার অপর একজন আসামী আগে থেকেই জামিনে রয়েছেন বলে জানা গেছে। 

মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলীর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও বিদ্যালয়ের আঙ্গিনা দখল করে নির্মাণসামগ্রীর রেখে কাউন্সিলর আশা ঠিকাদারী কাজের জন্য বিভিন্ন ড্রেন, রাস্তা নির্মাণ কাজ করে আসছিলো। এ ছাড়াও বিদ্যালয় চলাকালীন সময় মেশিনের মাধ্যমে বিকট শব্দে ইট ভাঙার কাজ করা হতো ও বিদ্যালয়ের বিদ্যুৎ অবৈধভাবে ক্ষমতার জোড়ে ব্যবহার করতো কাউন্সিলর। এই ঘটনা নিয়ে চলতি বছরের গত ৩১ মার্চ সকাল ১০টার দিকে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রতিবাদ করতে গেলে কাউন্সিলর আশা সহ আসামীরা প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে আহত করে। পরদিন ১ এপ্রিল প্রধান শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে কাউন্সিলর আশা সহ ৪ জনের নামে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর এক। 

এ ঘটনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে দুই দফা মানববন্ধনও করেন। 
 
এবিষয়ে মামলার বাদী প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজ গতিতে চলবে। আমার উপর হামলাকারী আসামীদের সঠিক বিচারের দাবি জানাচ্ছি ।