ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুন ২৬, ২০২৪ |

EN

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ৪, ২০২২

গফরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহওে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত আশরাফ সিদ্দিক বিল্লাল (৬৫)নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকালে বিল্লাহ হোসেন অটো রিক্সা দিয়ে গফরগাঁও থেকে সপরিবারে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পৌর শহরের জামাতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোর সাঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন মাথায় গুরুতর জখম  হন।স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি।তবে এ ঘটনায় কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।