ড্রেনের জায়গা না রেখে পূর্বের দেয়ালের চেয়ে ৬ ইন্জি: রাস্তার দিকে বাড়িয়ে দেয়াল নিমার্ণের অভিযোগে ফুসে উঠেছে এলাকাবাসী। দীর্ঘদিন যাবৎ বাকেরগঞ্জ পল্লী বিদুতের নতুন ভবনের নিমার্ণ কাজ করে যাচ্ছে।
এতে সিনেমাহল মহাসড়ক থেকে ডিসি রোড় যাতায়াতের রাস্তাটি খারাপ অবস্থা পরিনত হয়েছে। আজ ৩রা জুন (শুক্রবার) সকাল ১০টায় পৌরসভা ও স্থানীয়দের নজরে আসলে সাইড কন্টেকদার মো.জাফর হোসেনকে ডেকে বাউন্ডারী দেয়ালের কাজ বন্ধ করে দেয় পৌরসভা।
বাকেরগঞ্জ পল্লী বিদুতের ডিজি এম গবিন্দ দাসের কাছে ঠিকাদারী প্রতিষ্ঠানে তথ্য জানতে চাইলে তিনি তথ্য দিতে অপরাগতা স্বীকার করে বলেন, পূর্বে বাউন্ডারী দেয়ালের উপর তারা দেয়াল নিমার্ণ করছে। রাস্তায় পানি জমাট রেখে রাস্তা ভাঙ্গন ও ড্রেনের জায়গার বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।